লোকটি তো সত্য কথাই বলেছিল
কিন্তু তার গায়ের রং কালো ছিল বলে
তুমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে।
সে চেয়েছিল এক মুঠো আলো
অন্ধকারে পথ চলার জন্য,
একটু বাতাস
প্রাণভরে নিঃশ্বাস নেওয়ার জন্য,
একটি পথ
মুক্তভাবে হাঁটার জন্য,
কিন্তু সে সর্বহারা অসহায়দের দলভুক্ত বলে
তুমি তার বুকে সজোরে মারলে লাথি।
সে ফিরে পেতে চেয়েছিল
তোমার দখলে থাকা তার জমিটুকু
কিন্তু তুমি রেগেমেগে আগুন হয়ে গেলে,
মুখে টানলে এক পিশাচ হাসি
সহসা বাজালে বিষের বাঁশি
টুঁটি চেপে ধরে তার করলে বিনাশ।
তার ক্ষেতে ছিল পাকা সোনালী ধান
তুমি রাতের অন্ধকারে সব কেটে নিয়ে গেলে,
অতঃপর যখন ফুটলো দিনের আলো
অভ্যাস মতো তুমি সাজলে ভালো
আর সহজেই অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে
তবু বুকখানা এতটুকু কাঁপল না।
বুঝলে, আহমদ নজের!
জীবন তো প্রায় কেটেই গেল,
চলার পথে ডানে বাঁয়ে ভুল করেছো ঢের।
জীবনের প্রাপ্তি ও প্রদান হিসাব মিলাও বসে আজি,
চেয়ে দেখো, ঐ খরস্রোতা নদীর তীরে
অধীর প্রতীক্ষায় প্রহর গুনছে তোমার নায়ের মাঝি।