অস্তিত্বের ওপর বারবার হামলা আসে,
একটি সাদা কাগজকে মুষ্টিবদ্ধ করে
দুমড়ে মোচড়ে ফেললে যেমন হয়
জীবনকে সেরকম একটি আকৃতি দিতে
বারবার উদ্ধত হয়ে উঠি।
হৃদয়ের চারপাশে সদা ঘুরঘুর করে একজন
ইন্ধন যোগায় সমস্ত মন্দ কাজে,
ইচ্ছে করে দূর সুদূরে হারিয়ে যাই
সমস্ত বন্ধন ছিন্ন করে।
কিন্তু হৃদয়ের মাঝখানে যে আছে আরেক জন
সে অনুনয় করে ওঠে-
যাসনে খোকা ওরে,
জীবনের সব বাঁধন ছিন্ন করতে নেই।
বিশ্বাস একটি বাঁধন,
সত্যবাদিতা একটি বাঁধন,
আমানতদারি একটি বাঁধন,
নিষ্কলুষ জীবন একটি বাঁধন,
এমন অনেক বাঁধন ছিন্ন করতে নেই।
জীবনের বাঁধন ছিন্ন করে কত মানুষ
মৃত্যুর আগেই মরে যায় বহুবার,
কখনো ভোরে, কখনো দুপুরে,
কখনোবা সন্ধ্যে বেলায়
নিজের অজান্তেই, ভীষণ অজানায়।