নিয়তি যেখানে টেনে নিয়ে যায়
সেখানেই মন থুই,
নতুন আবেশে কাজ করে ফের
বিরহ বেদনা ধুই।
কারো কাছে আমি অন্যায় কিছু
পেতে করি নাকো ছল,
যা কিছু প্রাপ্য তা নিয়েই খুশি
এই তো আমার বল।
যোগ্যতা বলে যেখানেই যাই
সেখানেই হই খুশি,
'মাটির পৃথিবী কর্মে সাজাবো'
এই আশা মনে পুষি।
অনুচিত কিছু ছেড়ে দেই হেসে
হীন তোষামোদ ভুলে-
কৃষকের মতো ফসল ফলাই
মেঘনা নদীর কূলে।
বিধাতার কাছে একটাই চাওয়া
মনোবল যেন থাকে,
সন্ধানী চোখে আলো খুঁজি যেন
পৃথিবীর বাঁকে বাঁকে।