দুই চার আঁটি শাক নিয়ে বসে
কোনো এক পথধারে,
দেখে বুঝা যায় খুব ভালো নেই
আছে বেশ অনাহারে।
লেবু দুই হালি নিয়ে বসে থাকে
নেই কোনো হাঁকডাক,
চটের ওপর এক ফানা কলা
দুই আঁটি পুঁইশাক।
বেচার জন্য নেই কোনো তাড়া
চুপচাপ বসে থাকে,
দুনিয়ার তালে বেখবর যেন
নির্বাক ছবি আঁকে।
হাত পেতে খাবে! জিহ্বায় দাঁত।
মানুষের কথা বাঁকা,
দৃষ্টির শর বড় ব্যথাকর
তাই থাকে ভুখাফাকা।
খুব সাধারণ বিকারবিহীন
মুখখানা নয় কালো,
জীবনের প্রতি অভিযোগ নেই
বেঁচে আছে তাই ভালো।