বানিয়েছো এই পৃথিবী সুনিপুন হাতে,
আলো আর আঁধারকে পাশাপাশি রেখে,
ভালো মন্দ সুখ দুখের অনুভূতি দিলে
অভিযোগ করার প্রভু সাহস নেই বুকে।
ছোট বড় করে কেন বানালে মানুষ
অভিযোগ রাখে ওরা স্বল্প ভাবুক,
তবে কি হতো এ বিশাল কর্ম-সাধন!
নিজের পিঠেই সব পড়তো চাবুক।
তোমার সৃষ্টি সকল নিখুঁত, হে প্রভু
অধম বান্দা মোরা চাই না বুঝতে,
বারে বারে দাঁড় করে খোঁড়া যুক্তি
অহেতুক তলোয়ার নিয়ে নামি যুঝতে।
মাফ করে দাও মোদের, ওগো দয়াময়
ভুল বুঝে মোরা অবাধ্য হই,
অন্তর মোদের করে দাও স্বচ্ছ,
মননটা মেরামত করে, দাও উপরে উঠার মই।