পৃথিবীতে সবাই আমরা নিয়মের শৃঙ্খলে আবদ্ধ,
কারো সাধ্য নেই সে নিয়মের শৃঙ্খল ভাঙে।
তোমরা যাচ্ছো, যাও!
তবে একটি কথা মনে রেখো-
প্রতিটি সমাপ্তির পর অন্য আরেকটি সূচনা থাকে।
তোমাদের সেই সূচনা শুভ হোক,
নবাব সিরাজউদ্দৌলার সিংহাসন আরোহণের মতো রাজকীয় হোক,
কৃষ্ণচূড়ার টকটকে লাল ফুলে বরণীয় কোনো কৃতিত্বের হোক,
সমস্ত জরা জীর্ণতা মুক্ত নতুন সূর্যোদয়ের মতো ঝলমলে উজ্জ্বল হোক,
মায়ের চোখে আনন্দের অশ্রু আনার মতো কোনো স্বপ্ন বাস্তবায়নের হোক।
বাবার পরিশ্রম সার্থক করার মতো কোনো বাস্তব গল্পের হোক,
পরিজনের মুখে হাসি ফোটানোর মতো কোনো সফলতার হোক,
আর তোমাদের নিজেদের শির ফলভারে নত কোনো সুউচ্চ সুস্বাদু ফলজ গাছের মতো হোক।

তোমরা যাচ্ছো, যাও!
তবে আর একটু বলতে চাই-
পৃথিবীতে আজ মানুষের বড় অভাব,
তোমরা চিন্তা চেতনা কর্মে গুণে আগাগোড়া পূর্ণাঙ্গ মানুষ হও।
অসাম্প্রদায়িক, অহিংস, নিরহংকার আর পরিশীলিত মানবিক মানুষ হও।
আজকের এই বিদায়ী ক্ষণে তোমাদের জন্য আশীর্বাদ করি-
তোমাদের মুখে সাফল্যের হাসি ফুটুক,
তোমাদের মন মেঘহীন স্বচ্ছ আকাশের মতো সুবিশাল হোক,
আর তোমাদের কর্ম উপকারী বৃষ্টির মতো ব্যাপক হোক,
ধন্যবাদ।


© এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে।