সর্বদা নিজেকে ভাবেন ল্যান্ডলর্ড,
অথবা নেক্সট টু প্রতাপান্বিত গড।
ক্রুদ্ধ চোখে আদেশ চলে ফটাফট,
রেস্টফেস্ট নাই কাজ চাই ঝটপট।
সন্দেহ করে সকল অধস্তনকে,
এই জিনিসই পোড়ায় অবুঝ মনকে।
হামবড়া ভাব আর দম্ভভরে চলে
কর্মকর্তারাও অতিষ্ঠ এই কলে।
সম্মান নয় ভয়ে কাঁপে অধস্তন,
ভাবে এই ব্যাটার বদলি যে কখন!
যাকে পছন্দ তাকে দেয় বহু ছাড়,
সামান্যতেই কেউ পায় শোকজভার।
এমন স্বভাবে কাটছে জাতির কান
হাল জমানার কিছু অফিস প্রধান।