বছর আসে বছর ঘুরে যায়
বয়সটুকু কেবল বৃদ্ধি পায়।
আলোর পথে হাঁটার ভাবনা নেই,
ভাবতে গেলে হঠাৎ হারাই খেই।
অবিবেচক আমার অবুঝ মন
ধোঁকায় পড়ে ভাঙে শুধু পণ।
ঠিক বেঠিকের ধার ধারি না তাই,
যা ইচ্ছে তা কেবল করে যাই।
মনের আয়না ঘোলা হলো ঠিক,
পাই না খুঁজে সঠিক পথের দিক।
অন্ধকারের প্রতিই বেশি ঝোঁক,
নিজের চোখে তবু ভালো লোক।
কাজের প্রতি নেশা অনেক কম,
বিপদকালে হারিয়ে ফেলি দম।
অলস হয়ে পড়ে থাকি ঘর,
আত্মসুখে মগ্ন জীবনভর।
নতুন দিনে কাটুক ঘুমের ঘোর
খুলুক সকল সম্ভাবনার দোর
ফিরুক মতি কাটুক জরা ভয়
হোক চেতনার নতুন সূর্যোদয়।