এই যে, আপনার নাম কী?
'আমি প্রকৌশলি নজের,
ইঞ্জিনিয়ারিং পাশ করেছি
বছর হলো ঢের।'
ও! আপনি তো অনেক শিক্ষিত,
অনেক জ্ঞানী, বাজান!
'হুম, পিএইচডি করা বিলেত ফেরত,
আমি বই লিখেছি দু'খান।'
তো কী করেন আপনে, স্যার?
'সরকারি প্রতিষ্ঠানের
উচ্চ পদের কর্মকর্তা আমি,
এমপ্লয়ি কয়েক হাজার
আমার হুকুমের তাঁবেদার।'
আপনার বাড়িটা যেন কোথায়?
'বাংলাদেশটা যার হুকুমে চলে
তাঁর বাড়ির পাশের বাড়িটায়।'