যতদিন আছি মাগো স্নেহের ডোরে বেঁধে রাখবো তোকে
আদর করে ঘুম পাতিয়ে ঠাণ্ডা-গরমের খেয়াল রাখবো।
জড়িয়ে ঘুমানোর জন্য দেবো নরম কোলবালিশ।
বিদ্যুৎ চলে গেলে হাতপাখা নাড়িয়ে বাতাস করবো সারাটি সময়।
ঠাণ্ডার ভয় হলে স্নেহের পরশ বুলিয়ে
জড়িয়ে দেবো নরম তুলতুলে নকশিকাঁথা।

পুষ্টির দিকে খেয়াল রেখে খাওয়াবো
শাকসবজি মাছমাংস ডিমদুধ কলা যতটুকু পারি।
সুন্দর ভদ্র পোশাক এনে দেবো নিজের হাতে।
আদবকায়দা শিখাব, প্রচলিত বিদ্যাশিক্ষা দিবো, শিখাবো সভ্যতার কানুন।

মান অভিমানের ভাষা বুঝবো,
আদর করে ভাঙাবো অভিমানের কঠিন দলা।
যৌবনের শুরুতেই সৎ পাত্র খুঁজতে শুরু করবো চোখকান খোলা রেখে।
অতঃপর কোনো এক সৎ পাত্রে কন্যাদান করে হাসিমুখে বিদায় দিবো।

সেদিনের পরও ভরসা রাখিস মা,
সুখদুখের প্রকৃত খবর দিবি নির্ভয়ে।‌