মুনাজাতের ভিতর যখন আমি বললাম,
ও আল্লাহ, ফরগিভ মি,
তখন আমি সতর্ক হয়ে গেলাম।
যখন আমি বললাম,
আল্লাহুম্মাগ ফিরলি---
তখন আমার অস্তিত্ব জেগে ওঠল।
যখন আমি বললাম,
হে আল্লাহ, আমাকে মাফ করে দাও,
তখন আমার পুরো শরীরের পশম দাঁড়িয়ে গেল,
চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু নামল,
অতীতের কৃতকর্মের অনুশোচনা
ভীষণভাবে তাড়া করল,
তখন অন্তর গভীরভাবে অনুতপ্ত হল
আর আমি নিজের সংশোধনের জন্য
দৃঢ় প্রতিজ্ঞ হলাম।