স্বাধীনতার চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা
ক্রমশ ঢাকা পড়ছে সীমাহীন স্বার্থের চাদরে,
চারিদিকে ভয়াবহ স্বার্থের খেলা,
ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীস্বার্থ হাসিলের জন্য
প্রতিদিন চুপিচুপি হাজার হাজার কৌশলী ছক আঁকে
ছদ্মবেশী সাধুদের দল।  

বিজয় নিঃসন্দেহে আনন্দের,
আমিও আনন্দিত হই।
কিন্তু এই লৌকিক আনন্দ আর কতদিন!
প্রতি বছর বিজয় দিবস আসে। তার উপলক্ষ্যে কিছু আয়োজন,
কিছু জ্বালাময়ী বক্তৃতা, কিছু অলস প্রতিশ্রুতি
- এই কি আমাদের মুক্তিযুদ্ধের চেতনা?

এই যে বিজয় তার বুকে রয়েছে সহস্র শোকগাঁথা,
ছেলেহারা মায়ের আর্তনাদ, সম্ভ্রমহারা বোনের চিৎকার,
বুলেটের আঘাতে আঘাতে বুক ঝাঁঝরা হওয়া ভাইয়ের মৃতদেহ,
ক্ষুধার্ত শিশুদের কান্না,
আগুনে ভস্মীভূত হওয়া সহস্র গ্রাম,
সহসা নির্জন হওয়া হাজার হাজার জনবসতি
এবং আরও অনেক কিছু।  

বিজয়ের মাস সেদিন সার্থক হবে
যেদিন তুমি এবং আমি, আমরা সবাই, দেশের স্বার্থে নিঃস্বার্থ হব,
দেশের জন্য উদার চিত্তে কাজ করে যাব,  
নিজেদের অবস্থান থেকেই সমস্ত সাম্প্রদায়িকতা,
অনিয়ম, দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে দ্বিধাহীন চিত্তে
কাজ করে যাব।

নতুবা প্রতিবার মহাসমারোহে বিজয় দিবস আসবে, আর আমরা নিজেদের হাতে পরাব নিছক ফুলের মালা,
কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আঁচলে মুখ ঢেকে
অঝর ধারায় কাঁদবে।