ওদের বাড়িতে আছে একটি মেশিন
চটপট সব করে হয় কিছু ক্যাশ ইন।
আরামব্যারামে কোনো অনুভূতি নাই
চাহিবা মাত্র সব করে ফেলা চাই।
আদেশ আদেশ খেলা সারাদিন চলে
তবুও মেশিনটা না এতটুকু টলে।
ডিজেল পেট্রোল কতটুকু আছে
তিলতাল সে খবর নেই কারো কাছে।
সারাদিন ভয়ে ভয়ে কাজ করে যায়
পরবর্তী মডেল বুঝি চলে এলো হায়!
এমন হাজার মেশিন হাজারো ঘরে
জীবনের প্রয়োজনে তিলে তিলে মরে।