শুনো অফিসার, মন্ত্রী, সচিব, ঋষি-
সব কিছু ধ্বংস হলেও ধ্বংস হবে না কৃষি।
কৃষি মানুষের আদিম পেশা, কৃষিই হবে শেষ,
কৃষিতে যারা উন্নত হবে, রবে না তাদের ক্লেশ।
শিল্প-বাণিজ্যে উন্নত হও আপত্তি নেই কোনো,
কৃষিকে কভু দিয়ো না ফাঁকি, ভাই সাহেবান শুনো-
বাণিজ্য মেলায় ডুবে গিয়ে বাড়াও যদি ভুঁড়ি
আর কৃষির গুরুত্ব হালকা ভেবে
কৃষকের গলে চালাও যদি ছুরি
মনে রেখো, ওয়াল স্ট্রিটের ব্যবসায়ীরাও যাবে ঘেমে
অস্তিত্বের ভয়ঙ্কর এক সংকট আসবে নেমে।
সারা দুনিয়ায় খাদ্য উৎপাদন বাড়াও,
শক্তি নিয়ে কৃষি আর কৃষকের পাশে দাঁড়াও।
বেলে, এঁটেল, দোআঁশ, পলি যা পাও
জলে-স্থলে যা ফলে যতনে ফলাও।
চাষের জমি, রৌদ্র ছায়া, বাড়ির আঙিনাতে
শস্য ভান্ডার গড়ো নানা ফল ফসলের জাতে।
পরিবর্তন হচ্ছে জলবায়ুর, দুর্যোগ আসছে নেমে
ভীত হয়ে- পারবো না বলে- যেও নাকো তুমি থেমে।
পরিবর্তনে অভিযোজন করে হাল ধরো নতুন করে,
খাদ্যের ভান্ডার গড়ো সব মানুষের ঘরে।