কবিগণ বিদ্বেষী নন তাঁরা হন উদারমনা,
যারা বিদ্বেষী লিখেও বটে তবু তারা কবি না।
কবিরা সহনশীল সহাবস্থানে বিশ্বাসী
অহিংস অসাম্প্রদায়িক চেতনার ঝাণ্ডবাহী
সহনশীল পরিবেশ অক্ষত রেখে বুদ্ধিবৃত্তিক সংগ্রামের অগ্রনায়ক।
সমাজের শত বছরের সাধারণ সংস্কৃতিকে
যারা মেনে নিতে পারে না, বিদ্বেষ ছড়ায়
বিষোদগার করে, সহ্যের সীমার ভিতরের
সাধারণ কার্যাবলিতে যাদের অন্তর পোড়ে
সংখ্যাগরিষ্ঠের বাইরে অযাচিত সংখ্যালঘু
দল তৈরি করে ভাঙনের যাত্রা সূচনা করে
তারা আর যাই হোক কবি না।
কবিরা সবুজ পাতা, মাটির ভেতরে কর্মব্যস্ত শেকড়
আষাঢ়ের প্রথম দিকের বৃষ্টি
দুর্গম পাহাড়ে মিষ্টি পানির ঝর্ণা
সকালের কোমল রোদ, বিকেলের ঠাণ্ডা হাওয়া।
কবিরা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে
আমি হব সকাল বেলার পাখি
সবাব সুখে হাসব আমি কাঁদব সবার দুখে
আমাদের দেশে হবে সেই ছেলে কবে।
কবিরা শহরের কানাগলির রমিজ মিয়ার হোটেলের
বিকেলের নাস্তায় বেঁচে যাওয়া ঠাণ্ডা সিঙাড়া,
সারা বছর কাজ করে রমজানের ঈদে বেতনের বাইরে পাঁচশত টাকা বোনাস পাওয়া কাজের মেয়ের লম্বা হাসি।