খুকুর গলায় রূপোর মালা
কে দিয়েছে? পারুল খালা।
কমলকোমল নতুন জামা
কাল এনেছে বড় মামা।
লাল টুকটুক রঙিন টুপি
দেয় উপহার ছোট্ট ফুপি।
মুষ্টিবদ্ধ কলমখানা
আজ দিয়েছে খুকুর নানা।
সবার থেকে প্রিয় যা তা-
মায়ের হাতের নঁকশি কাথা।