আমাদের খুকুমণি কত ভালো দেখো!
মারিয়াম খুশি মিম তাকে দেখে শেখো।
আসো আসো খুকুমণি দুধ ভাত খাও,
ব্রাশ দিয়ে দাঁত মেজে সুখে ঘুম যাও।

‌তুমি হলে ফুলরানী স্বপ্নের চর
হাসি দিয়ে খুশি দিয়ে ভরিয়েছ ঘর।
তোমাকে মা দেখলে গো পাই ভারি সুখ,
উজ্জ্বল হয়ে ওঠে আমাদের মুখ।

রসহীন নীরবতা ঘরে নেই আর,
সুদীপ্ত ঘর মেঝে উঠোনের পার।
সব কিছু মিঠে মিঠে দুখ নেই তিল,
বাঁধভাঙা আনন্দ হাসে খিলখিল।

তুমি এসে দেখিয়েছ জীবনের রং,
ঘষে মেজে তুলেছ গো জড়তার জং।
আধো আধো বুলি মুখে জুড়াও গো প্রাণ,
পৃথিবীতে তুমি মাগো স্রষ্টার দান।

‌কেটে যাক নিঠুরতা সুকঠিন ফের,
ভালো থাকো সুখে থাকো প্রিয় আমাদের।
চাহিদার জাল কেটে রেখো হাসিমুখ,
শান্তির ছোঁয়া পাবে প্রফুল্ল বুক।