আকাশ দেখো কেমন উদার
আকাশ হতে চাই,
আকাশ হলে জ্যোতিষ্কদের
বুকে যদি পাই।  
পাহাড় অটল সমুন্নত
পাহাড় হব ঠিক,
কিংবা বিশাল সাগর হব
ছুটব দিগ্বিদিক।
নয়তো কোমল বাতাস হব
ওড়ব ডিঙি নায়,
কমলকোমল আদর দেব
ক্লান্ত লোকের গায়।
তবে না হয় বৃষ্টি হব
মিষ্টি পেয় জল,
কিংবা ফুলের বাগান হব
ফুলই অবিকল।
আচ্ছা এসব পরে হব
ভাবি বাস্তবিক,
পড়াশোনা করে আগে
মানুষ হব ঠিক।