অপরূপ ধরা সৃষ্টি খোদার
নয়নাভিরাম সৌন্দর্য তার।
পাহাড়, সাগর, নদী ও বন
চক্ষু মেলে করি অবলোকন।
কোটি নক্ষত্রের অসীম নভ
মিটিমিটি জ্বলে স্বয়ং-প্রভ।
বিপুল সমুদ্র রত্নের খনি,
শত শত নদী সম্পদে ধনী।
সবুজ চাদরে জড়ানো মাটি,
ফসল ফলায় সোনালী খাঁটি।
প্রবাহিত হয় শীতল বায়ু
জুড়ায় হৃদয় দেহের স্নায়ু।
আহা কী সুন্দর! এ ধরাধাম
রহস্যের সৃষ্টি, বিচিত্র নাম।
পাখি ফুল ফল কী শোভা পায়!
সুশীতল জল তৃষ্ণা মিটায়।
যেদিকে তাকাই জুড়ায় দৃষ্টি
অপরূপ, খোদা, তোমার সৃষ্টি।
নিখুঁত এসব সৃজিলে তুমি
তাই তব পদ যতনে চুমি।