একদিন তোমার সব ছিল।
গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল,
বাগান ভরা নানা জাতের ফল ছিল।
গোয়াল ভরা গরু ছিল
সাতটি দুধেল গাভী ছিল,
ফসল ভরা বিস্তীর্ণ জমি ছিল।
একদিন তুমি এই রাজ্যের রাজা ছিলে,
তোমার ভয়ে বাঘে মহিষে এক ঘাটেই জল খেতো।
তোমায় দেখে শয়তানেরা ভড়কে যেতো
দুরুদুরু বুকে অঘটন রেখে পালিয়ে যেতো।
এই তো তোমার সোনালী দিনের অতীত কথা।
হঠাৎ যখন বর্তমানে দুচোখ বুলাই
গ্লানিময় এক দুঃখজনক চিত্র দেখি।
তোমার আপন অগণিত ভুল কর্ম
আর চারিদিকের অত্যাচারের দাবদাহে
সব হারিয়ে তুমি আজ বড় নিঃস্ব।
মানব সৃষ্ট বিপর্যয়ের শিকার হয়ে
নির্বোধের মতো নিজের পায়ে কুড়াল মেরে
এই জীবনে ডেকে আনলে করুণ পরিণতি।