কমলকোমল প্রজাপতির দল
পাখনাগুলো কেমন সুনির্মল।
ঘুরে ওরা কেবল ফুলে ফুলে
বাতাস লেগে ওঠে দুলে দুলে।
সরিষা ফুল মাথা তুলে নাচে
প্রজাপতি থাকে কাছে কাছে।
এদের মতো অনেক চেনা মুখ
ফুলে ফুলে ঘুরে খোঁজে সুখ।