জীবনে বড় হতে চেয়ো না;
বড় হতে চাওয়ার চেয়ে
বড় বিড়ম্বনা আর নেই।
হৃদয়ের কোণে থাকে যদি ঠাসা
কর্মের আগে বড় হবার আশা
তবে ঝেড়ে ফেলে দিও সযতনে।
নতুবা নির্ঘাত হারিয়ে যাবে
গভীর সাগরের অতল তলে।
সঙ্গী হবে সহস্র অনাচার
বড় হবার নেশায় পুড়ে হবে ছারখার,
কর্মরা হয়ে পড়বে ভীষণ নড়বড়ে,
সহসা যাবে পড়ে মানুষের হৃদয় হতে।
যদি প্রকৃতই বড় হতে চাও,
উচ্চাভিলাসী চেতনা ছুড়ে ফেলে দিয়ে
হাসি মুখে এক মনে কাজ করে যাও।
দেখবে তোমারই হাতে
কর্মরা পাবে শিল্পের রূপ।
তুমি যদি ছোট হও তবু
কর্মরাই তোমাকে নিয়ে যাবে
সফলতার সুউচ্চ সোপানে।