লোকটি ভারী ভাবুক গোছের
মনটি ভীষণ উদার,  
ঐক্যবোধের সৌধ গড়েন
ভাঙেন দেয়াল জুদার।

‌কথা যেন পুষ্পমালা
সুবাস ছড়ায় বায়ে,
সম্মোহনে ডাকেন হেসে
সম্প্রীতির এক নায়ে।

মুগ্ধ বদন শুদ্ধ ওদন
ঋদ্ধ চেতনশক্তি,
মোসাহেবির বেড়ি ভেঙে
সত্যে করেন ভক্তি।

মানুষ মাটি ফুল পাখি আর
শৌর্য কর্ম প্রীতি  
এসব নিয়ে ভাবেন বেশি
টানেন ভানের ইতি।

ভাবের জগত আকাশ যেন
মনন যেন রবি,
শব্দচাষে শুদ্ধি আনেন
তিনি হলেন কবি।