সত্যবাদী! বিস্তারিত বলো ঘটনা-
সৎ লোকের অন্ন নেই আছে রটনা।
বলো কেমন সত্য এই কথার ধারা,
আসলেই কি সৎ লোকের দুনিয়া সারা?
সৎ লোকের জীবনে নাকি শান্তি নেই,
অশান্তিরা হামলে পড়ে ফাট পেলেই।
চুপ থেকো না, সত্যবাদী, জবান খুলো-
সৎ লোকের জীবনটা কি পথের ধুলো?
মানুষ, দেখো, তোমায় দেখে অবাক হয়ে,
তোমার মুখে হাসির রেখা যায় নি ক্ষয়ে।
উদর যদি শূন্য থাকে কেমনে হাসো,
সত্য করে বলতে হবে সঙ্গে আসো।
দ্বিধাদ্বন্দ্বে আমরা আছি, বক্ষ নাচে-
সত্য পথে থাকার, ভাই, লক্ষ্য আছে।
তাই তোমার অভিজ্ঞতা আজকে বলো-
সত্য পথে যাত্রাখানি কেমন হলো।
"অন্ন দিয়ে জীবন মাপে ভ্রষ্ট লোকে,
সৎ লোকের সুখ দেখবে অন্ধ চোখে!
সৎ লোকের বুকের মাঝে শান্তি কত,
বুঝবে না তো তারা যাদের বিবেক ক্ষত।"