ওই অদূরে ডাকছে ঝিঁ ঝিঁ পোকা
কান পেতে শোন কী বলে রে খোকা।
বাঁশের ঝাড়ে গাছের শাখে বসে
ঝিঁ ঝিঁ ডাকে কী যে হিসাব কষে!
প্রতিবারই গরমকালটি এলে
কেমন ওরা গানের খেলা খেলে
দিনেরাতে দুপুর কিংবা সাঁঝে
ওদের কেমন সুরের বাজনা বাজে।
চুপটি করে বসে বাড়ির কোণ
আনন্দ না দুঃখ তাদের শোন
আনন্দ ঠিক হলে খবর দিস
দুঃখ হলে দুখের ভাগটি নিস।