প্রত্যেক কলিজাধারী এহসান প্রাপ্য,
কঠোর হয়ো না কভু আদম সন্তান।
ভুল যদি হয়ে থাকে শুধরে দাও হে
অধৈর্য হয়ে নিয়ো না কভু করো প্রাণ।
অন্তরে যখন কারো বাসা বাঁধে রোগ,
চিন্তা ও কর্ম সকল ভুল পথে চলে।
সারলে মনের রোগ ভয় নেই আর
অশান্তিরা ডুবে যাবে সাগরের জলে।
উৎকৃষ্ট ব্যবহারে জয় করো সব,
মুছে যাবে পৃথিবীর কালি আর কালো।
হানাহানি দ্বারা বাড়ে অশান্তি কেবল,
অন্ধকার দূর হয় জ্বেলে দিলে আলো।
ভালোবাসার বন্ধনে যদি নাও বেঁধে,
সহাস্যে আসবে ফিরে আনন্দেতে কেঁদে।