জন্মভূমি মাগো তুমি স্বপ্ন জাগানিয়া
তোমার আকাশ ফুল পরীরা পাগল করে হিয়া।
ছবির মতো তুমি নাকি তোমার মতো ছবি,
ভেবে ও মা পাই না গো কূল আমি ক্ষুদ্র কবি।
তারা ভরা তোমার আকাশ করে আত্মভোলা,
তোমার মাঠের সবুজের ঢেউ দেয় গো মনে দোলা।
তোমার চাষীর ক্লান্ত শ্রমে মাঠে ফসল জাগে,
তাদের মুখের হাসি আমার বড্ড ভালো লাগে।
তোমার জবা হাসনাহেনা বকুল শিমুল ফুলে,
দেখি আমি ফুল পরীদের খেলতে হেলেদুলে।
শিশির ভেজা ঘাসের ওপর হাঁটতে গিয়ে আমি,
কাব্য জগত পাড়ি দিয়ে ভাব সাগরে নামি।
তোমার ভাষার ছন্দমালা মনটি আমার ভরে,
মায়ের ভাষা বাংলা ভাষা হৃদয় শীতল করে।
সেই শীতলের পরশ পেয়ে হবো খাঁটি সোনা,
তাই তো তোমার আশেপাশে করি আনাগোনা।
তোমার নদীর কুলুকুলু আঁকাবাঁকা গতি,
তোমার পাখির কিচিরমিচির ফিরায় আমার মতি।
ভালোবাসি তোমায় মাগো বলি হৃদয় হতে,
তোমার কোলে মাথা রেখে করব সাধন ব্রতে।