প্রথম রোজার দিন ইফতারের সময়
চাচাদের পুবের জানালাটি খোলা ছিল,
পুতুল এক পায়ে জানালায় দাঁড়িয়ে
মিমকে ভরাট হাসিমুখে ডেকেছিল,
ওরা বিভিন্ন রকম ইফতারি খাচ্ছিল।
পুতুলকে দেখে ওরা হেসেছিল খানিক।
একপিস তরমুজ আর একটি বেগুনি
দিয়েছিল ওকে। পুতুল ভীষণ খুশি হয়।

পরদিন থেকে ইফতারের সময় আর
জানালাটা কোনোদিন খোলা ছিল না।