অনুমোদন নিলি পঞ্চাশ হাজার
খরচ করলি বিশ,
হিসাব দেখালি আশি হাজার
আরো তুললি ত্রিশ।
ওরে হারামখোর, চামচিকার দল,
সরকারি টাকা বেহিসাবি নিয়ে
বাড়ালি বুকের বল।
গড়লি তুই সম্পদের পাহাড়
ভোজন করলি রাজার আহার
ধরলি নানা ছল।
আজীবন মারলি গরিবেরে
পদে পদে গেলি ঠকিয়ে,
অতি মাত্রায় যাতনা দিলি
চাটুকার দিয়ে বকিয়ে।
ছেড়ে দে তোর এ ঘৃণ্য কর্ম,
এ নয় কোনো বিবেকের ধর্ম,
তা না হলে পাছে-
হাশরের ময়দানে
প্রতিটি টাকার হিসাব তোকে দিতে হবে
এক এক করে সতেরো কোটির কাছে।