খেটে খাওয়া লোক ভঙ্গুর দেহ
সংকট রাশি রাশি,
সঞ্চয় নেই পেনশন নেই
তবু অকপট হাসি।