রাস্তার ফকির থেকে রাজ্যের নবাব,
সবখানে হাহাকার অভাব অভাব।
না পাওয়ার যন্ত্রণা কুরে কুরে খায়,
বেদনার বিষবাণ বিঁধে কলিজায়।
দুনিয়াদারিতে দৃষ্টি উপরের দিকে,
অপরের সুখ দেখে মন হয় ফিকে।
যত ভাবি বুকে পড়ে পাথরের ভার,
ক্ষণিকেই মনে হয় জীবন বৃথার।
ব্যথাতুর মনে কবে হবে বোধোদয়!
অল্পে তুষ্ট জীবনের স্বাদ মধুময়।
সততার পথে চলে যা কিছু কামাই
এর চেয়ে বেশি সুখ কোথাও যে নাই।
অর্থের লিপ্সা যখন পরাভূত হবে
সুখেরা মনের মাঝে বাসা বেঁধে রবে।