পঁচিশ তারিখ দিবাগত রাতে
পাক হানাদার অস্ত্র নিয়ে হাতে
ভর দিয়ে কনভয়ের চাকায়
ধ্বংসযজ্ঞ চালায় পুরো ঢাকায়।
বাঙালি জাতির স্বপ্ন করতে ধ্বংস
ঝাঁপিয়ে পড়ে ঐ হানাদার বংশ।
মারে যুবক ছাত্র শ্রমিক নারী,
ভাঙে রাস্তা জ্বালায় বসতি বাড়ি।
তুমি নির্ভীক কভু মানোনি হার
বুকেতে ছিল স্বাধীনতার ভার,
দূরদর্শী যে চেতনা তোমার ছিল
সঠিক সময় মনেতে উঁকি দিল।
গ্রেপ্তার হবার একটুখানি আগে
লাল ফুলটি ফোটে মনের বাগে,
ভেবে চিন্তে দেশ মানুষের কথা
ঘোষণা দিলে বাংলার স্বাধীনতা।