হৃদয়ের নদীচরে শুন্য বসতি
কোথাও কেউ নেই।
একেবারে মরুভূমির মতো করে রেখেছো
হে পথিক, তুমি তো নিজেই।
মিশো নি মানুষের সাথে বাসো নি ভালো,
হৃদয়ে পুষলে শুধু আঁধার কালো
দিনে দিনে জীবনটা বিষিয়ে তুলেছো
হারিয়ে ফেলেছো খেই-
কোথাও কেউ নেই।
দীঘল বরষা পেরিয়ে গেল
হলে না সরস তবু,
লুকিয়ে ছিলে গুহার আঁধারে
বের হলে না কভু।
নিজেকে একটু নাও নি সামলে
সতত শুধু নিচেই নামলে
সামনে এগোতে জীবন সাজাতে
ভীষণ জবুথবু-
হলে না সরস তবু।
এসো এসো ভাই, এসো হে বন্ধু
একটু চালাও পা,
ঐ মরুটা পাড়ি দিলেই
সবুজে ঘেরা গাঁ।
সেথায় আছে সোনার চাষী
মুখে তাদের মধুর হাসি
শস্য চাষের কলা শিখাবে
আর বসে থেকো না-
একটু চালাও পা।