আজকের এই বিষণ্ণ প্রহর কিছু বিচিত্র অনুভূতির সংমিশ্রণ,
তবুও একদিক দিয়ে এক অন্যরকম ভালোলাগার,
আজকের এই প্রহর একটি চমৎকার কর্মময় জীবনের অধিকারী একজন সিনিয়র কর্মীর অবসরজনিত বিদায়ের পুষ্পমাল্য বরণের,
আজকের এই প্রহর একজন সফল ব্যক্তির একটি কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু অর্জন এবং একটি সফল অধ্যায়ের পরিসমাপ্তির,
আজকের এই প্রহর একজন অক্লান্তকর্মীর নিজেকে, নিজের পরিবার-পরিজনকে একান্ত সময় দেওয়ার একটি নতুন অধ্যায়ের সূচনার,
আজকের এই প্রহর অনবরত সমৃদ্ধির অনুঘটক একজন কর্মপ্রিয় মানুষকে সশ্রদ্ধ সালাম জানানোর।

একজন আদর্শ শিক্ষক একটি নক্ষত্রের মতো
যার আলোয় আলোকিত হয় মানব জগতের সহস্র সদস্য,
হয়ে ওঠে আলোকিত উজ্জ্বল পূর্ণ চন্দ্র যেমন,  
যার অটল অস্তিত্বে সহসা পথ চিনে নেয় হাজারো নবীন পথিক,
কর্মক্ষেত্রে হয়ে ওঠে নিঃশঙ্ক সৈনিক।

অথবা তিনি একটি সুমিষ্ট সুস্বাদু ফলবান গাছের মতো
যার বংশবিস্তার অনাগত কালের শেষ অবধি,
যার ফুল, ফল, শাখা-প্রশাখা, পাতা, কাঠ, এমনকি শেকড় থেকেও উপকৃত হয় হাজার হাজার মানুষ।

একজন আদর্শ শিক্ষক একজন কৃষকের মতোও
তিনি বীজ বপন করেন, চারা রোপণ করেন
স্বপ্ন ও সফলতার, সততা ও একনিষ্ঠতার, ব্যক্তিত্ব ও মননের, সহমর্মিতা ও সহাবস্থানের এবং সর্বোপরি মানবসেবাব্রতের,
অতঃপর ধীরে ধীরে বেড়ে ওঠা গাছে দেন জলের সিঞ্চন, সারের লুক্কায়িত শক্তি ঢেলে দেন সেই সকল গাছের গোড়ায়।

মহোদয়, শিক্ষা সার্ভিসে আপনার অনস্বীকার্য অবদানকে মোবারকবাদ জানাই,
আপনার চমৎকার নেতৃত্ব ও শৃঙ্খলাবোধকে শ্রদ্ধা করি,
আপনার সহাস্য বদন এবং স্নেহধন্য অভিভাবকত্বকে স্মরণ করি।

আজকের এই বিদায়ী ক্ষণে
আপনার শাশ্বত সাফল্য কামনা করছি,
জানি না অনাগত দিনগুলো কেমন হবে
তবে অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রার্থনা করি-
"সুন্দর পুণ্যময় হোক আপনার অবসরোত্তর জীবন,
বাস্তবতার সমীকরণগুলো হোক জটিলতামুক্ত,
স্রষ্টার সান্নিধ্য লাভের চেষ্টা হোক সহজাত,
জীবনের সৎকর্মগুলো হোক অন্তরের শক্তি,
শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুন মৃত্যুর আগ পর্যন্ত।"
ধন্যবাদ।

© একজন আদর্শ শিক্ষকের বিদায় উপলক্ষে রচিত।