সকাল আমায় স্নেহ করে
রৌদ্র করে আদর,
বাতাস আমায় ঘিরে রাখে
যেন মিহি চাদর।

দুপুর আমায় শাসন করে
কঠিন তাপের ঘায়ে,  
সূর্য তবু চলতে শেখায়
নীল আকাশের নায়ে।

বিকেল আমায় স্বস্তি শেখায়
দেয় প্রশমনমন্ত্র,    
সন্ধ্যা আগাম সংকেত দেয়
যেন নির্ভুল যন্ত্র।  

রাত্রি আমায় জাপটে ধরে
শীতল করে কায়া,
জ্যোৎস্না আমার হৃদয় কেড়ে
ছড়ায় মুগ্ধ মায়া।

রাত্রি শেষের নীরবতায়  
নিজেকে পাই ফিরে,
মনের আয়না তুলে ধরে
আমার আমিটিরে।