এই যে হঠকারিতা,
বুঝেও না বুঝার ভান
একদিন তোমাকে ভীষণ কাঁদাবে,
ডুকরে ডুকরে কেঁদে ওঠবে তোমার অন্তর,
হৃদয়টা পুড়ে হবে খানখান।
সারা জীবন ব্যয় করে
যা কিছু করেছ অর্জন,
প্রাপ্তির সমস্ত আনন্দ
নিমেষেই যাবে ক্ষয়ে।
কিন্তু চিৎকার করে কাঁদতে পারবে না
লোক লজ্জার ভয়ে।
এই যে হঠকারিতা,
জীবনের সাথে হঠকারিতা-
নিজেকে তিলে তিলে মৃত্যু মুখে ঠেলে দেওয়ার ইতিহাস
চোখের সম্মুখে ভাসবে
জীবন্ত হয়ে।
কিন্তু চিৎকার করে
কাঁদতে পারবে না
লোক লজ্জার ভয়ে।