নিজের উপর বারবার অবিচার করেছো
ভেঙে দিয়েছো নিজের সমস্ত বোধ,
নিজের পুরো সত্তাকে বিকিয়ে দিয়েছো গঞ্জের হাটে
শুধু ধরে রেখেছো মেকি মুরোদ!
যতটুকু সততা আর ন্যায়বোধ ছিল
সবটুকুই জলাঞ্জলি দিয়ে নিচে নেমেছো কত!
সত্যবাদিতাকে বিদায় জানিয়েছো সেই কবেই
আজ সেথায় মরণঘাতী ক্ষত।
আকাশে মেঘ ছিল তা জানি,
সূর্য কিন্তু যায় নি তবুও ডুবে,
তুমি শুধু ঘোর আঁধারে হারিয়ে যেতেছিলে
ভুলে কিংবা লোভে।
সুখের পিছনে ছুটেছো কত
সুখ পেয়েছো কি বলো-
আজ বুঝো আর কাল বুঝো তা মূখ্য নয়
একদিন তব চোখ হবে ছলোছলো।