যখন এক বস্তা চাল থাকে ঘরে
আমার আর কোন চিন্তা থাকে না মাথায়,
না তরকারির চিন্তা, না তেল সাবানের চিন্তা,
না কাপড় চোপড়ের চিন্তা, না তৈজসপত্রের চিন্তা,
না আসবাবপত্রের চিন্তা, না ঘর সাজানোর চিন্তা।
শুধু এক বস্তা চাল হলেই আমার চলে।
ওরে বদের হাড্ডি! ওরে শয়তানের দল!
বেশ কয়েক বছর ধরে তোরা আমার চালের বস্তা নিয়ে টানাটানি করছিস,
এক হাজার টাকা থেকে এক লাফে দেড় হাজার,
অতঃপর দুই হাজার, তারপর একদিন শুনি দুই হাজার পাঁচ শত টাকা,
আর আজ তিন হাজার টাকা প্রতিটি চালের বস্তার দাম।
বহু টানাটানি করে এক বস্তা চাল নিয়ে আসতাম ঘরে,
কিন্তু আজ আমি একেবারেই শক্তিশূন্য,
দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে আমার
আর পারছি না আমি।
দোহাই তোদের, আমার চালের বস্তাটা একটু সহজলভ্য কর্,
বেঁচে থাকার জন্য অনেক কিছু লাগে, জানি,
আমার সেগুলো চাই না আজ,
শুধু এক বস্তা চাল দে,
আজ আমার এক বস্তা চালের খুব প্রয়োজন।