বোধের মৃত্যু হয়েছে
মৃত্যু হয়েছে যৌক্তিক ভাবনার,
সহস্র গোঁড়ামি আর অন্ধত্বের শেকলে
আবদ্ধ হয়েছে মনুষ্য ধরার।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে
অবিবেচক দর্শন আর ভীষণ অপরিণামদর্শিতা,
খুব সহজেই আবেগ প্রাধান্য পায় বিবেকের উপর
দুষ্ট রাহুর দল আজ সেজেছে মানুষের মিতা।
অস্তিত্ব এখন কালের সংপ্রশ্ন,
মৃত্যু হয়ে যাচ্ছে অতি সাধারণ,
হাতছানি দিয়ে ডাকে ধ্বংসের দিকে
সহস্র পরিহারযোগ্য রণ।