জন্মের পর থেকেই অভ্যাস-
নিজের দোষ দেখি না চোখে
অপরের দোষ দেখি বারো মাস।
খেলার মাঠে হলে ভুল,
আবুলের পিঠে পড়তো ঘুষি
নিজেরে ভেবেছি ফুল।
প্রতিবেশীর সনে হলে ব্যবধান,
সব দোষ তার চাপতো ঘাড়ে
নিজে পাকা মোমিন মুসলমান।
ব্যবসায় হলে ক্ষতি,
অংশীদারের দিকে উঠতো আঙুল
ফিরতো কভু মতি।
আত্মীয়তার বেলায়
ঐ পক্ষের দোষ ছিল সব
আমরা ছিলাম হেলায়।
এভাবেই কাটে দিন-
নিজেকে নিজে ভাবি মহান
বাড়াই মাথার ঋণ।