কত যে অবিচার করেছি নিজের প্রতি
গোনে শেষ করা ভার,
বিবেকের কাছে দেওয়া ওয়াদাগুলো
ভেঙেছি যে বারবার।
অমানিশার ঘোর অন্ধকার ভেদ করে
ফিরে আসতে গিয়ে-
আবার পড়েছি অন্য কোন নতুন মোহে;
হেঁটেছি অন্য কোন ভুল পথ দিয়ে।
জীবনের এই যে অর্থহীন আবর্তন,
কভু কি থামবে না কবি!
তুমি কবিতা লিখো, আমি আবৃত্তি শুনি,
কিন্তু কোথায় সে দিন বদলের রবি?
কখন পূর্ণ করবে বিবেকের কাছে দেওয়া
সুন্দর অঙ্গীকারগুলো?
নাকি প্রতিদিনের মতো সারাটি জীবন
অঙ্গে মাখবে ধূলো!
চুপ করে থেকো না কবি, বড় ভয় হয়;
ডুবে যদি যায় তরী,
আমার ও তোমার সলিল সমাধি হবে-
সহসা শিউরে উঠি সে কথা যখন স্মরি।