বইছে বাতাস দুলছে ধানের শীষ
ধান পাকতে আর বাকি দিন বিশ।
বাতাসে আজ মিষ্টি গন্ধ
চাষীর মনে খুব আনন্দ  
আহা, কী রূপ! রূপে হারাই দিশ।

আমরা কজন শান্ত ছেলের দল
সারাটি গ্রাম দেখব ঘুরে চল।
ঘাসে ছাওয়া ও পথ ধরে
হাঁটব রে আজ প্রাণটি ভরে
নুন কাঁচা আম মরিচ সঙ্গে নিস।