বিশ্বাস মানব জীবনের এক অলৌকিক সম্পদ।
শত যন্ত্রণা, অনিশ্চয়তা কিংবা নিঃসঙ্গতায় মানুষকে
ভেঙে পড়তে দেয় না বিশ্বাস।
হাড়ভাঙ্গা পরিশ্রম শেষে ফলাফল যখন শুন্য হয়,
বিশ্বাস তখন ভগ্ন হৃদয়ের পাশে এসে দাঁড়ায়,
শুনায় সান্ত্বনার বাণী, দেখায় সিদ্ধি লাভের নতুন পথ।
বিশ্বাস সফলতার পরে হইহুল্লোড়, ঢাক ঢোল পিটিয়ে
জনসম্মুখে জানান দেওয়া কিংবা অহংকারবোধকে প্রশ্রয় দেয় না।
বিশ্বাস সৎকর্মে উদ্বুদ্ধ করে, অসৎকর্ম থেকে বিরত রাখে,
মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করতে শিখায়
প্রার্থিব বিনিময় ব্যতিরেকে।
বিশ্বাস মুক্তির পথ দেখায় সহস্র হতাশার অন্ধকার থেকে,
কাঙ্ক্ষিত বস্তু লাভের ব্যর্থতা যখন চতুর্দিক থেকে আচ্ছন্ন করে ফেলে মানুষকে,
মৃত্যু যখন অমৃতের চেয়ে বেশি কাঙ্ক্ষিত বস্তুতে পরিণত হয়,
বিশ্বাস তখন দুহাত প্রসারিত করে বুক পেতে দাঁড়ায়,
মধুর সুরে শুনায় হৃদয় শীতল করা গল্প।
এ জীবনে বিশ্বাসের গুরুত্ব পরজীবনের চেয়ে কম নয়,
এসো বিশ্বাসী হই, সিদ্ধি লভি জীবনের পরতে পরতে।