শোনেন না যে কারো কোনো কথা,
ভাবেন কেবল নিজের মতই যথা।
সদস্যরা বড্ড হাবাগোবা
মাথাগুলো সবই পচা ডোবা।
তিনি পাক্কা সকল কাজের কাজি
বিশেষজ্ঞের সাথে ধরেন বাজি।
জোরসে থামান কাজের লোকের গতি,
একশো আশি হঠাৎ ঘুরান মতি।
ডিসিশন তো নেওয়াই আছে লাকি,
গাধাগুলোর চেহারা দেখা বাকি।
হামবড়া ভাব মনের ভিতর অতি,
লোকটি হলেন বিজ্ঞ সভাপতি।