মনকে বুঝাও, মন সে বড় অবুঝ,
ঝুলানো মুলাই সর্বনাশের কারণ!
দ্বায়িত্বের দিকে হও একটু সবুজ,
অন্ধমোহের হাঁটায় গুণীর বারণ।
সিঁধেল চোরের মতো যাদের জারণ,
তাদের ফাঁদে পড়লে খোয়াবেই কুজ।    
শিরদাঁড়া সোজা রেখে ঘটাও সারণ,
অস্তিত্বের প্রশ্নে আজো থাকবে কি ন্যূব্জ?

ঘেটে দেখো ইতিহাস, কেটে যাবে ভুল;
টোপ গিলে মানুষের হয়েছে মরণ।
সূচনায় প্রতিকারে সামান্য মাশুল,
একতার বহু গুণ, রেখো তা স্মরণ।  
বাকহীন দৃষ্টিপাতে অনিষ্ট নিশ্চিত,
হাতে হাত রেখে তবে গড়া হোক ভিত।