ভেবেছিলাম আমি মানুষ হয়ে গেছি!
বয়স তো কম ছিলো না-
বিশের কোঠা পেরিয়ে ত্রিশ তো হবেই।
চওড়া বুক, পাঁচ কিংবা ছয় ফুট লম্বা,
দাঁড়ি-মোচগুলোও খুব ঘন ছিল।
যে দেখবে, সে ভাববে-
আমি একজন পূর্ণ মানুষ।
কিন্তু হায়! যখন সুযোগ এলো,
আমিও হিংস্র হয়ে উঠলাম
সিংহের চেয়ে বেশি
হায়েনার চেয়েও বেশি,
তখন আমি বুঝলাম-
আমি এখনও মানুষ হতে পারি নি।
লেখা-পড়া কম ছিল?
হা হা হা হা হা!
না, ভাই। স্নাতক শেষ করে
স্নাতকোত্তর পাশ করেছি।
হিসাববিদ্যার উপর আমার
বিশেষ দখল আছে।
মানুষ হওয়ার জন্য যা দরকার
তা এখনো আমি অর্জন করতে পারি নি।
একটা নির্লোভ মন, একটা সুদৃঢ় প্রতিজ্ঞা,
একটু আত্মশুদ্ধি, একটু আত্মনিয়ন্ত্রণ
নিজেকে নিজের শাস্তি দেওয়ার একটু আয়োজন
আজকে আমার বড়ই প্রয়োজন।