একই সাথে বড় হলাম
বোনটি এখন পরের ঘর,
চেনা বাড়ি চেনা নদী
কেমন যেন হলো পর।

কোথায় বাবার স্নেহের পরশ
মা-ভাইদের আদর কই?
পাড়াপড়শী খেলার সাথী  
সবই স্মৃতির ছেঁড়া বই।  

আপন মানুষ ছেড়ে গিয়ে
পর মানুষের সাথে বাস,
নিয়তির এই অমোঘ সত্য
ভাবলে মনে জাগে ত্রাস।

পরই এখন অতি আপন  
তাদের সাথেই দহরম,
পুত্র কন্যা স্বামী আছে
মায়ার বাঁধন কীসে কম!

ভালোবাসা নামুক ধরায়
নগর পল্লী বস্তিতে,
সব বোনেরা শান্তিতে থাক
সব ভাই থাক স্বস্তিতে।