তুমি আমার ভালোবাসা বেঁচে থাকার মানে,
তোমার মুখের মিষ্টি হাসি দেয় গো দোলা প্রাণে।
আছো তুমি বুকের মাঝে পরান পাখি হয়ে,
তোমায় নিয়ে যাবো আমি সপ্তসিন্ধু জয়ে।
তোমার চোখের গভীরতা আমায় করে পাগল,
তোমার ছোঁয়া ভালোবাসা আমার মনের আগল।
মুক্তোঝরা তোমার হাসি আমার হৃদয় কাড়ে,
নতুন করে তোমার প্রেমে পড়ি বারে বারে।
তুমি আমার চাঁদের আলো এই না কুঁড়েঘরে,
তুমি চোখের আড়াল হলে মন আনচান করে।
তুমি হলে মহারাণী আমার হৃদয় বাগে,
চোখে চোখে পড়লে দু'চোখ রঙিন স্বপ্ন জাগে।
যখন আমি দূরে থাকি শুধু তোমায় ভাবি,
তুমি ছাড়া পাই না খুঁজে আমার মনের চাবি।
মন বলাকা ছটফট করে কখন আসবো ফিরে,
তুমিময় এক অনুভূতি হৃদয় রাখে ঘিরে।
তুমি আমার সোনার কাঠি, রুপোর কাঠি তুমি,
তুমি ছাড়া জীবন আমার শূন্য মরুভূমি।
ভাগ্যগুণে পেলাম তোমায়, ওগো আমার প্রিয়ো-
বুকে আমায় আগলে রেখো, আদর-সোহাগ দিয়ো।