বাংলা ভাষার বর্ণগুলি
এই হৃদয়ে বুলায় তুলি,
মিটায় আশা,
প্রাণ-পিপাসা,
বাংলা আমার প্রথম বুলি।

জাগায় স্বপ্ন মন-মননে,
হৃদয় ভরে হিম পবনে,
ছন্দে ভরা
কাব্য ছড়া
জুড়ায় এ কান এই ভুবনে।

ভালোবাসি ভালোবাসি
বাংলা ভাষা ভালোবাসি।
রই যে দেশে,
দেশ-বিদেশে,
বাংলা, তোমায় ভালোবাসি।