বাবা লোকটি প্রভাতরবির
কমলকোমল আদর,
রাত্রি শেষে হালকা শীতে
জড়িয়ে রাখা চাদর।
বাবা হলেন আমার কাছে
বিশাল সুনীল আকাশ,
নিঠুর গ্রীষ্মে প্রবাহমান
মৃদুমন্দ বাতাস।
বাবা আমার প্রখর রোদে
চলন্ত এক ছায়া,
যেদিকে যাই সেদিকে যান
বোলান শীতল মায়া।
বাবা হলেন সফল কৃষক
অবাক হবে তুমি,
ফুল ফসলে ভরান বাবা
আমার জীবনভূমি।
বাবা কখনো তপ্ত দুপুর
জলন্ত ওই তপন,
রিপুর তাড়ন ভস্ম করে
দেখান নতুন স্বপন।